দেশে প্রথমবার এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২১, ০৮:৪০ পিএম

দেশে প্রথমবার এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবার এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো ২-৩ ইঞ্চি ফুটো করে এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন করেছেন ১০ সদস্যের তরুণ চিকিৎসক দল।

গত মঙ্গলবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামের অধীনে হাসিনা বেগম নামে এক নারীর দেহে এই সফল অস্ত্রোপচার হয়।

এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন ৪-৫ ঘণ্টায় তারা সফলতার সঙ্গে অস্ত্রোপচার শেষ করেন।

শনিবার (২৯ মে) প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ডা. সিয়াম বলেন, হার্টের ডাবল ভালভ অপারেশন অত্যন্ত জটিল একটি অপারেশন এবং এই এমআইসিএস পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ভালভ প্রতিস্থাপন সারা বিশ্বেই বিরল।

এই অপারেশনে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন-অ্যানেসথেটিকস হিসেবে অধ্যাপক ডা. শাহনাজ, সহকারী অধ্যাপক ডা. সালাম, সহকারী অধ্যাপক ডা. রোমেনা রহমান, ডা. আসিফ আহসান চৌধুরী, ডা. ইমরান, ডা. মঞ্জুর ডা. ওয়াহিদা, ডা. সায়েম, ডা. রুবাইয়াত ও ডা. সৌরভ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh