পাবনায় মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২১, ০৯:৪৮ পিএম

মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান

মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান

পাবনা পৌরসভার শালগাড়িয়ায় স্কয়ার স্কুলের পাশে মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

শনিবার (২৯ মে) বিকাল দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায়  সর্বমোট ১১টি প্রোডাক্ট তৈরি করেন তারা। যার মধ্যে ৪টি প্রোডাক্টের কাগজপত্র ঠিক আছে। অবশিষ্ট ৭টি প্রোডাক্টের কোনো কাগজপত্র নাই। 

এ সময় শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় ম্যানেজার শাহরিয়ার কনক ৭টি প্রোডাক্ট শ্যামলী টেস্টি স্যালাইন, ওরাল স্যালাইন, হজমি ট্যাবলেট, ভিটাসি, শ্যামলী মুড়ি, শ্যামলী ট্যাঙ ভিটা, লাচ্ছা সেমাই, এর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। 

অন্যান্য প্রোডাক্টের কাগজপত্র না থাকায় পরিবেশ নোংড়া, অস্বাস্থ্যকর হওয়ায় নির্বাহী ম্যাজিসেট্রট এসি ল্যান্ড মোছা. রোকসানা মিতা ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসিম আহমেদ, আইসি সদর ফাঁড়ি মো. আবুল কালাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh