বিশ্বে ৫ম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি

প্রকাশ: ২৯ মে ২০২১, ১১:৪০ পিএম | আপডেট: ২৯ মে ২০২১, ১১:৪১ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

মহামারি করোনাভাইরাসে প্রভাবে বিশ্বের অনেক দেশ ও তাদের নামি-দামি ক্লাবেরই আয় কমছে। তবে এই মহামারিতেও মাঝেও আয় বেড়েছে বিশ্বের ক্রিকেট খেলুড়ে ধনী দেশগুলো। করোনাকালে বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আর ১ম স্থানে ভারত।

২০২১ সালে আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের আয় ৩ হাজার ৭৩০ কোটি টাকা। আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আয় ৮০২ কোটি টাকা।

এক নজরে টেস্ট খেলুড়ে দেশগুলোর নিজস্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক আয়:

১. বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া- ২৯৫ মিলিয়ন ইউএস ডলার।
২. ক্রিকেট সাউথ আফ্রিকা- ৭৯ মিলিয়ন ইউএস ডলার।
৩. ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড- ৫৯ ইউএস ডলার।
৪. পাকিস্তান ক্রিকেট বোর্ড- ৫৫ মিলিয়ন ইউএস ডলার।
৫. বাংলাদেশ ক্রিকেট বোর্ড- ৫১ মিলিয়ন ইউএস ডলার।
৬. জিম্বাবুয়ে ক্রিকেট- ৩৮ মিলিয়ন ইউএস ডলার।
৭. ক্রিকেট অস্ট্রেলিয়া- ৩৮ মিলিয়ন ইউএস ডলার।
৮. শ্রীলংকা ক্রিকেট- ২০ মিলিয়ন ইউএস ডলার।
৯. ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড- ১৫ মিলিয়ন ইউএস ডলার
১০. নিউজিল্যান্ড ক্রিকেট- ৯ মিলিয়ন ইউএস ডলার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh