বংশালে রিকশাচালককে পেটানো ব্যক্তির জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৭:৫৬ পিএম

রাজধানীর বংশা‌লে রিকশাচালককে নির্যাতন করেন সুলতান আহমেদ।

রাজধানীর বংশা‌লে রিকশাচালককে নির্যাতন করেন সুলতান আহমেদ।

রাজধানীর বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের দায়ে কারাবন্দি সুলতান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ তার জামিন মঞ্জুর করেন। 

রবিবার (৩০ মে) বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৭ মে) সুলতান আহমেদকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন দেন আদালত।

গত ১৯ মে সুলতান আহমেদের বিরুদ্ধে বংশাল থানায় মারধর, চুরি ও ভয়ভীতির অভিযোগে মামলা দায়ের করেন রিকশাচালক আব্দুল হামিদ। 

রিকশাচালককে নির্যাতনের অভিযোগে গত ৪ মে সুলতান আহমেদ নামে ওই ব্যক্তিকে আটক করে বংশাল থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিকশাচালককে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে আটক করা হয়। 

এরপর ৫ মে বংশাল থানায় তার বিরুদ্ধে প্রসিকিউস মামলা (জিডি) দায়ের করেন পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আলী রেজা মামুন তাকে আদালতে হাজির করেন।

একইসঙ্গে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh