পবিপ্রবিতে পরীক্ষা অনলাইনে না অফলাইনে সিদ্ধান্ত ১০ জুন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৮:২৭ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লগো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লগো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসছে ১০ জুন। ইতিমধ্যে পরীক্ষা নেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা চিঠি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। 

তবে পরীক্ষার সময়সূচি, সিলেবাসের ধরন এবং পরীক্ষা কিভাবে নেয়া হবে ভার্চুয়ালি নাকি ফিজিক্যালি এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানা যাবে একাডেমিক কাউন্সিলের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মিটিংয়ের পর।

এই প্রসঙ্গে ১০ জুন একাডেমিক কাউন্সিলের সাথে একটা মিটিং ডাকা হয়েছে বলে রবিবার (৩০ মে) জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠি আমরা পেয়েছি। সেখানে পরীক্ষা অনলাইন কিংবা অফলাইনে নেয়ার ব্যাপারে বলা আছে। তবে আমরা একাডেমিক কাউন্সিলের সাথে মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। তাই ১০ জুন একাডেমিক কাউন্সিলের সাথে মিটিং ডাকা হয়েছে।

এইদিকে ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, জানুয়ারি-জুন ২০২০ সেমিস্টারের পরীক্ষাসমূহ দ্রুত শেষ করার লক্ষ্যে অসম্পূর্ণ তত্ত্বীয় (যদি থাকে) এবং ব্যাবহারিক ক্লাস সমূহ আগামী ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh