বিনা পয়সায় আগুয়েরোকে কিনল বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৯:৩৬ পিএম

সার্জিও আগুয়েরো।

সার্জিও আগুয়েরো।

দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। প্রায় ১০ বছর পর সিটি ছাড়ছেন ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন।

চুক্তি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে আগুয়েরো হয়ে যাবেন বার্সেলোনার। ম্যানসিটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ২৬০ গোল করে দলটির সর্বকালের শীর্ষ গোলদাতা তিনি।

বার্সা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, এফসি বার্সেলোনা এবং সার্জিও কুন আগুয়েরোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে যে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১ জুলাই থেকে তিনি ক্লাবে যোগ দেবেন।

বার্সা জানিয়েছে, সার্জিও আগুয়েরোর সঙ্গে তাদের চুক্তি ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো ক্লাব আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে চাইলে এই বিশাল অংকের অর্থ খরচ করতে হবে।

অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ৪০ মিলিয়ন ইউরোতে আগুয়েরোকে কিনেছিল ম্যানচেস্টার সিটি। ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, ছয়টি লিগ কাপ জিতেছেন এই স্ট্রাইকার।

সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh