ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৩ শিশুর জন্ম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২১, ১১:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় সুমাইয়া আক্তার নামে এক নারী একসঙ্গে তিন কন্যা শিশুর জন্ম দিয়েছেন।

সোমবার (৩১ মে) সকালে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজিরিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়।

সুমাইয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আলামিন ভূঁইয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুকুন্দপুর গ্রামের কাপড় ব্যবসায়ী আলামিন ভূঁইয়ার সঙ্গে প্রায় ১১ বছর আগে একই উপজেলার সিঙ্গারবিল গ্রামের সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় একটি কন্যাসন্তান এবং সাড়ে ছয় বছরের মাথায় আরও একটি কন্যাসন্তানের জন্ম দেন সুমাইয়া। 

সোমবার প্রস্রব ব্যথা উঠলে সুমাইয়াকে জেলা শহরের স্ট্যান্ডার্ড হসপিটালে ভর্তি করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় সুমাইয়ার সিজারিয়ান অস্ত্রোপচার করেন ওই ক্লিনিকের চিকিৎসক কাজী লুৎফুন্নাহার। এ সময় সুমাইয়া একসঙ্গে তিনটি কন্যাশিশুর জন্ম দেন।

সুমাইয়ার স্বামী আলামিন ভূঁইয়া জানান, আলট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক সুমাইয়ার গর্ভে তিন শিশু আছে বলে জানা যায়। মা ও তিন সন্তান সুস্থ আছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh