অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে আসার সময় চারজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৪:২২ পিএম

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে আটক চারজন

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে আটক চারজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত থেকে বুধবার (২ জুন) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের ষষ্টি বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস (২৪)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাটা বিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশে করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় গতরাত ও বুধবার সকালে মাটিলা সীমান্ত থেকে নারীসহ তিনজন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh