টেস্ট অভিষেকে রেকর্ড রাঙা কনওয়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৯:১৬ এএম | আপডেট: ০৩ জুন ২০২১, ০৭:৩৯ পিএম

সেঞ্চুরির পর ডেভন কনওয়ের উদযাপন। ছবি: ফেসবুক

সেঞ্চুরির পর ডেভন কনওয়ের উদযাপন। ছবি: ফেসবুক

টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্যারিয়ারের শুরু হয়েছে আগেই। এবার টেস্টের আঙিনায় পা রেখেও মুগ্ধতা ছড়ালেন ডেভন কনওয়ে। সাদা পোশাকে অভিষেক রাঙালেন ইতিহাস গড়া সেঞ্চুরিতে। তার দুর্দান্ত অপরাজিত ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে শক্ত ভিত পেল নিউ জিল্যান্ড।

টেস্টে অভিষেকে সেঞ্চুরি অনেকেরই আছে। এমন কীর্তিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটাও কম নয়, কনওয়ের আগে ১১ জন গড়েছেন এ কীর্তি। তবে একটা জায়গায় নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের চেয়ে আলাদা কনওয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর সব দল মিলিয়ে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান কনওয়ে।

লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর সৌভাগ্য সবার হয় না। সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্নদের মতো কিংবদন্তিদের নাম নেই সেখানে। সেই অনার্স বোর্ডে টেস্ট অভিষেকেই নাম লিখিয়ে ফেললেন কনওয়ে। কিউই ব্যাটসম্যান কাল টেস্টের প্রথম দিন শেষ সেশনে আরেক অভিষিক্ত ওলি রবিনসনের বলে ফ্লিক করে স্কয়ার লেগ দিয়ে সীমানা ছাড়া করেই পেয়ে যান সেঞ্চুরি।

কনওয়ের আগে অভিষেকে লর্ডসে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম (১৮৯৩), ইংল্যান্ডের জন হ্যাম্পশায়ার (১৯৬৯), ভারতের সৌরভ গাঙ্গুলী (১৯৯৬), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪) ও ম্যাট প্রায়র (২০০৭)।

দিন শেষে ১৩৬ রানে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কিউই ব্যাটসম্যান কনওয়ে। তাঁর অসাধারণ এই ইনিংসে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ২৪৬। ১৬৩ বলে সেঞ্চুরি ছোঁয়া কনওয়ে ছাড়া বলার মতো রান হেনরি নিকোলসের, অপরাজিত ৪৬। ওপেনার টম ল্যাথাম করেছেন ২৩। তাঁকে বোল্ড করেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেয়েছেন ইংলিশ পেসার রবিনসন।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে অ্যালিস্টার কুকের পাশে বসা জেমস অ্যান্ডারসন বোল্ড করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে। রবিনসন দ্বিতীয় উইকেট পেয়ে যান রস টেলরকে ফিরিয়ে। এরপর হেনরি নিকোলসকে নিয়ে আর বিপদ বাড়তে দেননি কনওয়ে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh