করোনার টিকা : আবেদন করেনি ইবির ৫৭ শতাংশ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:৩৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা নিতে আবেদন করেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫৭ শতাংশ শিক্ষার্থী। গতকাল বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে, বিশ্ববিদ্যালয়ে মোট ১৫ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে করোনার টিকা নিতে আবেদন করেছেন ৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৪৩ শতাংশ। এছাড়া শিক্ষক ১২৭ জন, কর্মকর্তা ও কর্মচারী ৫২ জনসহ মোট আবেদন করেছে ৬ হাজার ৭৮৬ জন।

উল্লেখ্য, গত ২ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে তালিকা চেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ১৪ মার্চ আবাসিক ও অনাবাসিক সকলের তালিকা চেয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবেদন কম হওয়ায় তৃতীয়বার ২৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। পরে সর্বশেষ চতুর্থবারের মতো ৩০ মে পর্যন্ত আবেদনের মেয়াদ বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh