শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে যা বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৯:৫৫ পিএম | আপডেট: ০৩ জুন ২০২১, ১০:২৩ পিএম

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে ও শিক্ষার মান বাড়াতে ১ লাখ ৫ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ করেছে আওয়ামী লীগ সরকার।

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে ও শিক্ষার মান বাড়াতে ১ লাখ ৫ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ করেছে আওয়ামী লীগ সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে ও শিক্ষার মান বাড়াতে ১ লাখ ৫ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ করেছে আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী আরো জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে ১ লাখ ৯৭ হাজার ৮৬৪ জনকে নিয়োগ দেওয়া হযেছে। প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ উন্নীত করা হয়েছে। ৭৯ হাজার ৩৩২ জন প্রধান শিক্ষককে লিডারশিপ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব শিক্ষককে বিষয়ভিত্তিক ও আইসিটি-বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপবৃত্তির পাশাপাশি স্কুল মিল দেওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতির হার বেড়েছে। ঝরে পড়ার হার কমেছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh