ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২১, ০৯:৩৫ পিএম

সুনামগঞ্জ সদর হাসপাতাল।

সুনামগঞ্জ সদর হাসপাতাল।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল আউয়াল খাঁন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজ শেষে দুইপক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। 

আহতদের মধ্যে আব্দুল আউয়াল খাঁনের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আব্দুল আউয়াল খাঁনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh