আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৮:৩৩ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আরো কিছুদিন থাকতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (৬ জুন) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত এক সপ্তাহে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি কেবিনেই আছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তাই তাকে এখনই বিপৎদমুক্ত বলা যাচ্ছে না। ফলে আমরা তাকে আরো কিছুদিন পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেবো।

খালেদা জিয়া এখনো তরল জাতীয় খাবার খাচ্ছেন জানিয়ে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, তিনি এমনিতে কম খাবার খান। হাসপাতালে ভর্তি হওয়ার পর বাইরে থেকে, অর্থাৎ তার আত্মীয়-স্বজনরাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার নিয়ে আসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh