পর্ণোগ্রাফি সংরক্ষণ-বিক্রির অভিযোগে ৩ কম্পিউটার ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৯:৫৮ এএম

নাটোরে আটক তিন কম্পিউটার ব্যবসায়ী। ছবি : নাটোর প্রতিনিধি

নাটোরে আটক তিন কম্পিউটার ব্যবসায়ী। ছবি : নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে তিন কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫।

আজ মঙ্গলবার (৮ জুন) ভোরে মেজর মো. সানরিয়ার নেতৃত্বে উপজেলার মৌখাড়াবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- উপজেলার আগ্রান গ্রামের মৃত রাজ্জাকের ছেলে মৌখাড়া বাজারের সেলিম স্টোরের সেলিম রেজা, নিশ্চিন্তপুর গ্রামের আলিমের ছেলে মৌখাড়া বাজারের ওয়াসিম টেলিকমের ওয়াসিম রেজা ও মৌখাড়া বাজারের শাহাদৎ হোসেনের ছেলে মোখাড়া বাজারের শাহিন টেলিকমের শাহিন আলম। 

র‍্যাব-৫ নাটোর সিপিসি-২’র কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া জানান, ওই তিন কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে আসছিল ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে তা হস্তান্তর করত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তিনটি সিপিইউ ও তিনটি হার্ডডিক্স জব্দ করা হয়। 

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে তা হস্তান্তরের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh