বিপর্যয়ে বিশ্বের প্রধান সারির গণমাধ্যমের ওয়েবসাইট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৫:২৪ পিএম | আপডেট: ০৮ জুন ২০২১, ০৫:২৮ পিএম

বিবিসি ও দ্যা গার্ডিয়ানের লগো

বিবিসি ও দ্যা গার্ডিয়ানের লগো

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে। মঙ্গলবার (৮ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু পরে হঠাৎ করে এই বিপর্যয় দেখা দেয়।

সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।

ব্রিটিশ সরকারি সাইট - গভ.ইউকে-ও ডাউন। বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে।

এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে।

ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: "এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।"

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে।

ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন - গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

এই প্রতিবেদন লেখার কিছু সময় আগেও (বিকেল ৪টা ৪০ মিনিট) ওয়েবসাইটগুলো খুলতে গেলেই Error 503 মেসেজ দেখা যায়। এই তালিকায় রয়েছে নিউইয়র্ক টাইমস, বিবিসি নিউজ, ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ানের মত বিশ্বের জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট।-বিবিসি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh