জবিতে সশরীরে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১৩ জুন

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৬:৪৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া হবে সশরীরে। এর আগে অনলাইনে হবে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস। পরীক্ষা নেয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। 

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সাথে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এসব তথ্য জানা যায়।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার বিষয়ে ১৩ জুন একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা জুলাইয়ে পরীক্ষা নিব। রিভিউ ক্লাস হবে অনলাইনে। আমরা প্রতিটি ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষা নিব। পরীক্ষা শুরুর আগে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটি পরিকল্পনা নেয়া হবে, যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিড় বেশি না হয়।’

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম সেমিস্টারের প্রথম মিডটার্ম পরীক্ষা সব বিভাগেই নেয়া শেষ। এক্ষেত্রে দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা এসাইনমেন্ট, কুইজ, ভাইভা অথবা প্রেজেন্টেশনের মাধ্যমে নেয়ার জন্য শিক্ষকদের বলা হতে পারে। এ বিষয়ে শিক্ষকদের ছাড় দেয়া হবে। মোটকথা ফাইনাল পরীক্ষার আগে সশরীরে অন্য কোনো পরীক্ষা নেয়া যাবে না। কোর্সের ফাইনাল পরীক্ষার আগেই মিডটার্ম পরীক্ষা নিতে হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh