২৭ বছর আগের হত্যা মামলার ১৮ আসামি আপিলে খালাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২১, ০২:০৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর বদলগাছিতে প্রায় ২৭ বছর আগে ১৯৯৪ সালের টগর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামিসহ ১৮ জনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে এ মামলার মূল আসামি চিকিৎসক নুরুল ইসলাম মারা যাওয়ায় তার আপিল বাদ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তবে আসামিদের কোন যুক্তিতে খালাস দেয়া হয়েছে, সংক্ষিপ্ত রায়ে তা জানা যায়নি। এসব তথ্য রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

আদালতে আসামি পক্ষে ছিলেন আব্দুর রেজ্জাক খান।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। তখন মামলায় আসামি ছিল ১৯ জন। এরপর ১৯ আসামির মধ্যে ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর আদালত মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একইসাথে বাকি ১৮ জনকে যাবজ্জীবন দেয়া হয়।

এরপর ২০২০ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন। বাকি ১৮ জনের সাজাও বহাল থাকে। এর মধ্যে মূল আসামি নুরুল ইসলাম মারা যান। পরে মামলাটি চলে আসে আপিল বিভাগে। 

সবশেষ শুনানি নিয়ে সেই মামলার সব আসামিকে ২৭ বছর পর খালাস দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh