মা হচ্ছেন পপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২১, ০৬:০৫ পিএম | আপডেট: ০৯ জুন ২০২১, ০৬:৪৫ পিএম

চিত্রনায়িকা পপি

চিত্রনায়িকা পপি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপির কোনো খোঁজ পাচ্ছে না কেউ। এই তারকা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার খবরের শিরোনামে আসলেও, সামনে আসেননি তিনি। এমনকি ঘনিষ্ঠজনরাও কেউ বলতে পারছেন না পপি কোথায় আছে। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন বিনোদন সাংবাদিক তাদের ব্যক্তিগত ওয়ালে ‘আবারও মা হচ্ছেন আরেক নায়িকা’ শিরোনামে পোস্ট দেয়ার পর থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে, তাহলে কী সেই নায়িকা পপি? 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পপির গোপন বিয়ের খবর। ইস্কাটনে নিজের বাসাও ছেড়ে দিয়েছেন। কূটনৈতিক পাড়ায় স্বামীর দেয়া ফ্ল্যাটে থাকছেন তিনি। 

অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ে গোপন রাখা তারকাদের জন্য নতুন কিছু নয়। তাই বলে সবার সাথে যোগাযোগের বিচ্ছিন্নতা কেন? 

এর মধ্যে একটি সূত্র পপির মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এজন্যই তিনি অন্তরালে চলে গেছেন। পপি আর অভিনয়ে ফিরবেন না, এমনটি মনে করছেন সিনেমাপাড়ার সমালোচকরা। তাদের ধারনা, তিনি সংসার নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছেন। এজন্যই এখন কারো সাথে যোগাযোগ করছেন না। 

গত বছরের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন পপি। সে সময় তিনি খুলনায় ছিলেন।  সুস্থ হওয়ার পর শ্যুটিং করেছিলেন।  এর মাঝেই হঠাৎ করে হারিয়ে যান পপি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh