ডিপিএল: শাকিলের আসর সেরা বোলিংয়ে শেখ জামালের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২১, ০৩:২১ পিএম

পেসার সালাউদ্দিন শাকিল

পেসার সালাউদ্দিন শাকিল

চলমান ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটসম্যানদের থেকে আধিক্য বেশি দেখাচ্ছেন বোলাররা। টুর্নামেন্টের শুরুর দিকেই হ্যাটট্রিকের দেখা মিলেছে। ব্রাদার্সের আলাউদ্দিন বাবু এই অর্জন করে দিয়েছিলেন। এনপন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান। এবার সে পথে হাঁটলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল।

টুর্নামমেন্টের ষষ্ঠ ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৫ উইকেট নেন শাকিল। একে একে ফেরান তাসামুল হক (৬), আব্বাস মুসা (২০), ধীমান ঘোষ (১৯), জুবায়ের হোসেন (১) ও শাহাদাত হোসেনকে (০)। এনিয়ে বাংলাদেশের ১৬তম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট পেলেন শাকিল। 

এর আগে মুস্তাফিজ, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মাশরাফি মুর্তজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আবুল হাসান, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, মুক্তার আলী, আফিফ হোসেন, সাকিব আল হাসান ও ইলিয়াস সানী পান পাঁচ উইকেট। এদের মধ্যে সাকিব একাই ৫ উইকেট পেয়েছেন চারবার।

পাঁচ উইকেট নিয়ে ৬ ম্যাচে শাকিলের উইকেট সংখ্যা ১১টি। ১৩ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক সোহান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ইনিংসের তিন বল আগেই অলআউট হয়ে গেছে ১০৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শেখ জামালের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল না। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সৈকত আলি (৬ বলে ৪)। বেশিদূর যেতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুলও। ষষ্ঠ ওভারে আউট হওয়ার আগে ১৮ বলে ১৭ রান করেন তিনি।

হতাশ করেন তিন নম্বরে নামা নাসির হোসেনও। তিনি আউট হন ২৩ বলে ২২ রান করে। ইনিংসের নবম ওভারে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে শেখ জামাল। তাদের সেখান থেকে উদ্ধার করেন নুরুল সোহান ও ইলিয়াস সানি। এ দুজনের ৫৯ রানের জুটিতে সহজ জয়ই পায় শেখ জামাল।

দুই দলের স্কোর সমান হলে শেখ জামাল অধিনায়ক সোহান ৩২ বলে ৩০ রান করে আউট হন। তবে ২৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ইলিয়াস সানি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh