হাসপাতালে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২১, ০৬:৫৩ পিএম

অক্সিজেন সিলিন্ডার

অক্সিজেন সিলিন্ডার

নাটোর সদর হাসপাতালে কভিড রোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সদর হাসপাতালে এসব সিলিন্ডার বুঝে নেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়, হাসপাতালের আরএমও ডা. মনজুর রহমান, সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন প্রমুখ।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, হাসপাতালের কভিড-১৯ রোগীদের জন্য বড় আকারের ২০টি এবং ছোট আকারের ১০টি সিলিন্ডার হস্তান্তর করা হয়।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, হস্তান্তরকৃত অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৭.৫ ক্যাপাসিটির ২০টি এবং ১.৪ ক্যাপাসিটির ১০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh