বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর কর প্রত্যাহারের দাবিতে সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৪:২৩ পিএম

সমাবেশে বক্তব্য রাখছেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখছেন শিক্ষার্থীরা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুন) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শিক্ষার্থীরা বলেন, ২০১৫ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সংকট নিরসন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও ছাত্র স্বার্থ রক্ষার লক্ষে ‘নো ভ্যাট অন এডুকেশন’ প্লাটফর্মটি গঠন করেছিলো শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাখ্যান করছি।


এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৫ সালে সরাসরি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের কথা বলা হয়েছিলো। এবারও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে করের টাকা আদায়ের পায়তারা চালানো হচ্ছে। যা শিক্ষাকে পণ্যে রূপান্তর করার নীলনকশা।

‘নো ভ্যাট অন এডুকেশন’র সংগঠক মুক্ত রেদোয়ানের সভাপতিত্বে ও শাওন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২০১৫ সালের ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সোহান তাসনিমা, শাহরিয়ার অপূর্ব, মো. রাকিব হাসান সুজন, প্রিতম ফকির, সালমান রাহাত প্রমুখ।

ছয় দফা দাবি সমূহঃ

 ১। প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫% কর বাতিল করতে হবে। 

 ২। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয় হিসাব ইউজিসিকে খতিয়ে দেখতে হবে।

৩। দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ণ করতে হবে।

৪। সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে।

৫।গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে।

৬। করোনা কালীন সময়ে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রনোদনা প্রদান করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh