মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৪:৪৪ পিএম | আপডেট: ১১ জুন ২০২১, ০৫:৪৬ পিএম

মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব

মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব

ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যকার দৌরাত্ম্য এখ শুধুই কাগজ-কলমে। নিজেদের সুদিন বেশ আগেই পিছে ফেলে এসেছে মোহামেডান। কি ফুটবল, কি ক্রিকেট! সবখানেই মলিন সাদাকালোরা। এবার মাঠে মেজাজ হারিয়ে নতুন করে আবাহনী-মোহামেডান আলোচনায় নিয়ে এসেছেন সাকিব আল হাসান।  

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে এসে মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙেন তিনি। মূলত এক বল থাকতে খেলা শেষ করে দেয়ায় ক্ষিপ্ত হন সাকিব। তুলে ফেলেন স্টাম্প।


এদিন শুরু থেকে বেশ আগ্রাসী দেখা গেল সাকিবকে। ব্যাট হাতে নিজের সর্বোচ্চটা নিঙড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ব্যাটে চেপেই আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান। সেই টার্গেট টপকাতে নেমে বিপাকে পড়ে আবাহনী। শুরুতেই হারিয়ে বসে ৩ উইকেট। মূল ঘটনা ইনিংসের প্রথম ওভারে। প্রথমারের মতো বল করতে আসেন সাকিব নিজেই।

ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মোহামেডান অধিনায়ক। সেটি নাকচ করে দেন আম্পায়ার ইমরান পারভেজ। এতেই ক্ষিপ্ত হন সাকিব। লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। এতে উত্তেজনা ছড়ায় ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট। আউট ছিলেন মুশফিক।

ঘটনা সেখানেই থামেনি। ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে হালকাপাতলা বৃষ্টি পড়তে শুরু করে। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন, তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানালেন ফিল্ড আম্পয়ায়ার। তখন আরও ক্ষিপ্ত দেখা গেল সাকিবকে। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারলেন তিনি। সেই উত্তাপ পৌছাল দুই দলের ড্রেসিংরুম পর্যন্ত।


যদিও বৃষ্টি না থাকলে জয়ী হবে মোহামেডান। যেখানে খেলা শেষ হয়েছে, সেই ৫ ওভার ৫ বলে আবাহনী প্রয়োজন ছিল ৪৭ রান,  তারা স্কোর বোর্ডে তুলতে পেরেছে ৩১ রান। বৃষ্টি না থাকলে ১৬ রানে জয় পাবে মোহামেডান। তবুও সাকিবের কেন এমন আচরণ, সেটিই বিষ্ময় হয়ে থাকল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh