‘বাক-বিতণ্ডা’, ক্ষমা চাইলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৫:৩১ পিএম | আপডেট: ১১ জুন ২০২১, ০৭:০৫ পিএম

বাক-বিতণ্ডায় জড়ান সুজন ও সাকিব

বাক-বিতণ্ডায় জড়ান সুজন ও সাকিব

একটু আগেই মাঠে ক্ষিপ্ত হয়ে ভেঙেছেন স্টাম্প। সাকিব আল হাসানের মেজাজ এমনিতেই হয়ে ছিল চড়া। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরো একবার ক্ষিপ্ত হলেন। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের। পরে অবশ্য ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন সাকিব।

ছবিতে দেখা গেছে সাকিব আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও ঘটনা থেমে গেছে এতটুকুতেই। ঘটেনি গায়ে হাত দেয়ার মতো অপ্রীতিকর ঘটনা। 

আবাহনীর ম্যানেজার মাসুদ ইকবাল মামুন বলেন, ‘ঘটনার পর সাকিব এসেছিলেন আমাদের ড্রেসিংরুমে। তিনি আমাদের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সেখানে খালেদ মাহমুদ সুজনও ছিলেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। পরে দুজন বুক মিলিয়েছেন।’

এর আগে সুজনের সঙ্গে ঘটনার বিষয়ে মোহামেডানের ম্যানেজার শিপন বলেন, ‘সাকিবের উদ্ধত হওয়ার যথেষ্ঠ কারণ ছিল। আপনারা মাঠে ছিলেন, আপনারা দেখেছেন। আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত দেওয়ার আগেই গ্রাউন্ডসম্যনরাসহ কিউরেটরও ছাতা নিয়ে হন্তদন্ত হয়ে মাঠে নেমে গেছে।’

সুজনের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি নিয়ে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে যাওয়ার সময় সাকিবে এটাই বলে গেছিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনকে। তখন দুজনের কথা কাটাকাটি হয়।’

সাকিবের এই কাণ্ডে আপনাদের দলগত সমর্থন আছে কিনা জানতে চাইলে শিপন বলেন, ‘এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করবো না। অফিশিয়ালই জানিয়ে দেয়া হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh