তৃণমূলে ফিরলেন মুকুল, মমতার প্রশংসা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৭:১৮ পিএম

মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। শুক্রবার (১১ জুন) মমতা বন্দ্যোপাধ্যেয়র উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন একসময়কার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়, শুক্রবার ছেলে শুভ্রাংশুসহ ঘনিষ্ঠদের নিয়ে মমতার সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে ভোটের পর থেকেই দূরত্ব বাড়ছিল রাজ্য নেতৃত্বের। দলের বৈঠকে যাচ্ছিলেন না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়ালেও তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিজেপি নেতা।

মুকুল রায়ের যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা বলেনি। ও কোনোদিন আমাদের দল নিয়ে খারাপ মন্তব্য করেনি। কিন্তু যারা তৃণমূলের বিরুদ্ধে খারাপ কথা বলেছিল, যারা দলের সঙ্গে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের দলে নেব না।

মমতা বলেন, কিন্তু বিজেপি থেকে আরও মানুষ আসবে, সময় হলে জানতে পারবেন।

মুকুল রায় বলেন, নতুনদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। পশ্চিমবঙ্গ আবার তার নিজের জায়গায় ফিরবে। আর নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh