ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৭:৪৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১১ জুন) দুপুরে নিহতের ছেলে বিটেল চন্দ্র দাস বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সুমন চন্দ্র দাস ও আমজাদ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য রবীন্দ্রকে হত্যার ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে নিহতের ছেলে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় দুই আসামিকে বৃহস্পতিবার দিবাগত রাতে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং শক্রতার জেরে গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ইউপি সদস্য উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রবীন্দ্র চন্দ্র দাসকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

এ সময় তার হাতের কব্জি ও পায়ের রগ কেটে ফেলে যায়। পরে একদল টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh