‘৩২ চাই’ আন্দোলনে লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৯:১৯ পিএম

রাজধানীর শাহবাগে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনের ব্যানারে সমাবেশ। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনের ব্যানারে সমাবেশ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) বিকালে রাজধানীর শাহবাগে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনের ব্যানারে এ সমাবেশ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যে বৃষ্টি চলে আসায় আন্দোলনকারীরা মেট্রোরেল সেতুর নিচে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তাদের পাঁচ জন প্রতিনিধিকে শাহবাগ থানায় ডেকে পাঠানো হয়। প্রতিনিধিরা থানা থেকে ফিরে আসলে পুলিশ তাদেরকে শাহবাগে অবস্থান না করে ফিরে যেতে বলে। এ সময় পুলিশের সাথে সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। 

সেখান থেকে দুইজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়  বলে অভিযোগ করেন সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনের সমন্বয়ক সাজিদ সেতু। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ জানান, তাদের রাজু ভাস্কর্যে যাওয়ার কথা ছিল, থানার সামনে দাঁড়ানোর কথা ছিল না। থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান করায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh