নেত্রকোনায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ১১:৩৩ পিএম

নেত্রকোনা জেলার মানচিত্র।

নেত্রকোনা জেলার মানচিত্র।

নেত্রকোনায় ট্রাক  সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার সিংহের বাংলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হচ্ছে- সদর উপজেলার হোসেনপুর এলাকার সিএনজিচালক আবুল বাশার ফকির (২৯এবং কলমাকান্দা উপজেলার সিএনজি যাত্রী সিদ্দিকুর রহমান (৪৫)

 

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলমোর্শেদা খানম জানানআজ সন্ধ্যার দিকে নেত্রকোনা থেকে যাত্রীবাহী একটি সিএনজি বারহাট্টার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। 

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

 

এদিকে ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh