বিশুদ্ধ পণ্যের শুদ্ধ স্বাদের ‘মিষ্টি ফুড’, উত্তরাঞ্চলে যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:০৬ এএম | আপডেট: ১২ জুন ২০২১, ১২:০৭ এএম

 উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় প্রথম শোরুমের উদ্বোধন করেছে ‘মিষ্টি ফুড’।

উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় প্রথম শোরুমের উদ্বোধন করেছে ‘মিষ্টি ফুড’।

মিষ্টির প্রতি দূর্বলতা প্রত্যেক মানুষের আছে। তবে গুণগত মানের মিষ্টি পাওয়াই দূরহ ব্যাপার। সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় প্রথম শোরুমের উদ্বোধন করেছে ‘মিষ্টি ফুড’। হরেক রকম মিষ্টি এবং স্বাদের ভিন্নতা নিয়ে যাত্রা শুরু হলো। 

বগুড়ার কাজি নজরুল ইসলাম সড়কে থানা মোড়ে শুক্রবার (১১ জুন) সকালে মিষ্টি ফুডের প্রথম শো-রুমের উদ্বোধন করেন সজল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর ইসলাম (সজল)।

উত্তরাঞ্চলের সব জেলা শহর, উপজেলা এবং ছোট বাজারগুলোতেও  এখন থেকে মিলবে ‘মিষ্টি ফুড’। ‘বিশুদ্ধতায় সেরা’ হওয়ার লড়াইয়ে শুরু হলো যাত্রা।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- বগুড়া জেলা ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সহ-সভাপতি মো. বায়জিদ শেখ, মিষ্টি ফুড প্রোডাকসের পরিচালক মো. বুলবুল, বেকারি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো, শহিদুল ইসলাম শহিদসহ অনেকে।

বিশুদ্ধ পণ্যের শুদ্ধ স্বাদের ‘মিষ্টি ফুড’ সবার ঘরে পৌঁছে দিতেই এ আয়োজন বলে জানান ব্যবস্থাপনা পরিচালক সজল। তিনি বলেন, আমরা শতভাগ গুণগত মান বজায় রেখেই ভোক্তার হাতে পণ্য তুলে দিতে চাই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh