আদালতে এএসআই সৌমেন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৩:২০ পিএম

হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয় এএসআই সৌমেনকে। ছবি : কুষ্টিয়া প্রতিনিধি

হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয় এএসআই সৌমেনকে। ছবি : কুষ্টিয়া প্রতিনিধি

পরকীয়ার জের ধরে কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্ত্রী, সৎ ছেলে ও এক বিকাশ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেন কুমার রায়কে আদালতে নেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ জুন) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিমের আদালতে হাজির করা হয়।

হত্যার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গতকাল রবিবার (১৩ জুন) রাতে মামলা হয়। সৌমেনকে একমাত্র আসামি করে তার স্ত্রী আসমার মা হাসিনা বেগম হত্যা মামলা দায়ের করেন।

গতকাল বিকেলেই সাময়িক বরখাস্ত করা হয় সৌমেনকে। এ ঘটনায় খুলনা রেঞ্জ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেখানে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে খুলনা রেঞ্জের দুজন পুলিশ কর্মকর্তাসহ কুষ্টিয়ায় এক পুলিশ কর্মকর্তাকে।

এদিকে সোমবার সকালে নিহত তিনজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে থেকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। 

গতকাল কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। এই তিনজন হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আমির আলীর মেয়ে আসমা খাতুন (৩৪), আসমার ছেলে রবিন (৬) ও একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের শাকিল খান (২৩)। রবিন আসমার সাবেক স্বামীর সন্তান।

পুলিশ বলছে, গ্রেফতার সৌমেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসমার সাথে শাকিলের সম্পর্ক ছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh