জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিডিয়া সেল গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৯:২৬ পিএম | আপডেট: ১৫ জুন ২০২১, ১২:০৬ এএম

তথ্য সরবরাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিডিয়া সেল গঠন। ফাইল ছবি

তথ্য সরবরাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিডিয়া সেল গঠন। ফাইল ছবি

মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুষ্ঠুভাবে সরবরাহ করতে মিডিয়া সেল গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সোমবার (১৪ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১১ নম্বর কক্ষে এই সেল স্থাপন করা হয়েছে। 

সেলের দায়িত্ব পালনের জন্য যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, উপ-সচিব (বিধি -৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-সচিব (উনি-২ শাখা) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

মিডিয়া সেলের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রমের প্রকাশযোগ্য তথ্যাদি শাখা, কোষ, ইউনিট, অধিশাখা, অনুবিভাগ থেকে সংগ্রহ করে বিধি-বিধানের আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরবরাহ করবে। অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা মিডিয়া সেলের চাওয়া তথ্যগুলো দ্রুততার সঙ্গে সরবরাহ করবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh