কক্সবাজারের সড়কে ঝরল ২ প্রাণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১০:৩৭ পিএম

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার-টেকনাফ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গাসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।

সোমবার (১৪ জুন) বিকেলে হোয়াইক্যং এর তেচ্ছিব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বালুখালী এলাকার রোহিঙ্গা হামিদ হোছনের ছেলে মো. আব্দুল্লাহ (১৮) এবং টেকনাফ নতুন পল্লান পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে জহিরুল ইসলাম (২৬)। আহত ব্যক্তির নাম শরীফা বেগম বলে জানা গেছে।

জানা গেছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী সিএনজিচালিত অটোরিকশা এবং যাত্রীবাহী টেকনাফগামী বাস হোয়াইক্যং এর তেচ্ছিব্রিজ এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সিএনজিতে থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়  লোকজন আহতদের চিকিৎসার জন্য পালংখালী গয়াল এনজিও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মঞ্জুর জানান, দুঘর্টনায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন একজন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে বাসচালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh