লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৮

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২১, ০২:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জেলার কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে যুবক সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত হয়ে নারীসহ আরো ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত সাইফুল সোমবার (১৪ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এর আগে শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিসামত মদাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার মদাতী ইউনিয়নের কিসামত মদাতী এলাকার সামছুল হকের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দুই দফায় পুলিশ আটজনকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার মদাতী ইউনিয়নের কিসামত মদাতী মৌজার ১৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার সামছুল হকের সঙ্গে আজগর আলী হাজীর বিরোধ চলছিল। একপর্যায় গত ১২ জুন ওই জমিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আজগর হাজীর লোকজনের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন গুরুতর আহত হন।

স্থানীয়রা সংঘর্ষের বিষয়টি পুলিশকে জানালে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh