টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৮:৪৩ পিএম

অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ানশুটারগান ও কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুন) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল টেকনাফের হ্নীলা পশ্চিম লেদা নুরালী পাড়ায় জনৈক রবি আলমের দোকানের সামনে রাস্তায় অবৈধ অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-আই-৯ এর বাসিন্দা মোস্তফা কামালের ছেলে মো. নুর হাসান প্রকাশ বাইন্নাকে (১৯) আটক করে। 

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত যুবকের দেহ তল্লাশি করে একটি দেওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh