দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০১:৩৭ পিএম | আপডেট: ১৬ জুন ২০২১, ০১:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আগের দিনের মতো বিমা, বস্ত্র খাতের শেয়ারের পাশাপাশি প্রকৌশল এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার ফলে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বুধবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে ডিএসই।

এদিন লেনদেনের শুরুতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও বাড়ছে।

ডিএসইর তথ্য মতে, এ সময়ে বাজারে লেনদেন হয়েছে ৩৯৮ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯২ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৩৪৪ টাকার। সিএসইর প্রধান সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৪৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫৮টির। এদিন দাম কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh