কবরস্থানে সাইনবোর্ড বসানো নিয়ে সংঘর্ষ, অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৮:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কবরস্থানে সাইনবোর্ড টাঙানো নিয়ে মহানগরের বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মো. জাহিদুর আলম (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) রাতে বাঁশখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার জাহিদুর বাকলিয়া থানার মকবুল হাওলাদারের বাড়ির মৃত ইসহাকের ছেলে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শুক্রবার (১১ জুন) সকালে কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh