বিশ্বকাপ বাছাই শেষে দেশে ফিরলেন জামালরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:৩৩ পিএম | আপডেট: ১৭ জুন ২০২১, ১২:৪৫ পিএম

দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

স্বস্তি নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ৩ ম্যাচে এক পয়েন্ট পেলেও প্লে অফ এড়িয়ে সরাসরি বাছাইতে খেলার সুযোগ পেয়ে অনেকটা ফুরফুরে মেজাজে জামাল-তপুরা। 

বৃহস্পতিবার (১৭ জুন) কাতারে বিশ্বকাপ বাছাইয়ের শেষে ঢাকায় পৌঁছেছেন ফুটবলাররা। দেশে ফিরে ফুটবলারের নিজ নিজ ক্লাবে পাঠিয়েছে ফুটবল ফেডারেশন।

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ফুটবলারদের যার যার ক্লাবে পাঠানোর ব্যবস্থা করেছি। ফেডারেশন থেকে ইতিমধ্যে ক্লাবকে কোয়ারেন্টিনের নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাব সেই মোতাবেক ব্যবস্থা নেবে।’

জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় ফিরেছেন দলের সঙ্গে। তিনি সাধারণত দেশের বাইরে খেলা থাকলে সেখান থেকে লন্ডন চলে যান৷ এবার ঢাকায় থাকবেন কিছুদিন। এরপর ছুটিতে লন্ডন যাওয়ার কথা রয়েছে। 

বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে কাতারে তিনটি ম্যাচ খেলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ড্র ও ভারত এবং ওমানের বিরুদ্ধে হেরেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh