যশোরে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৪২%

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২১, ০৩:২০ পিএম

যশোর জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

যশোর জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। আর এসময়ে নতুন করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। 

ইতিমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিট রোগীতে পূর্ণ হয়ে গেছে। বর্তমানে সেখানে ৯১ জন রোগী ভর্তি রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডের চিত্রও একই। 

করোনা সংক্রমণের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন। সেইসাথে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, মে মাসের শুরু থেকেই যশোরে সংক্রমণের হার উর্ধ্বমুখি। গত ২৪ ঘন্টায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। মারা গেছেন চারজন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতাল করোনা ডেডিকেটেড ইউনিটে একজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড ইউনিটে দুইজন মারা গেছেন।

বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩১জন। এর মধ্যে ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ৯১ জন ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ৪০ জন ভর্তি রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh