ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১৪ ইউনিটে আহবায়ক কমিটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১১:২২ পিএম | আপডেট: ১৭ জুন ২০২১, ১১:২৪ পিএম

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এতে আরও বলা হয়, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনের সব ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে এসব কমিটি বিলুপ্ত করা হলো।

এদিকে, ছাত্রদলের ১৪টি ইউনিটের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

ছাত্রদলের দফতর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজকে ছাত্রদলের অধীন ১৪টি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন করেন।

কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন জানিয়েছেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সবগুলো সাংগঠনিক ইউনিটের কমিটি দেওয়ার জোর চেষ্টা চলছে। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

ইউনিটগুলো হলো:
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
২. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
৩. ইসলামি বিশ্ববিদ্যালয়।
৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৭. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
৯. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১০. রাজশাহী মেডিকেল কলেজ।
১১. রংপুর মেডিকেল কলেজ।
১২. দিনাজপুর মেডিকেল কলেজ।
১৩. চট্টগ্রাম মেডিকেল কলেজ।
১৪. রাঙ্গামাটি মেডিকেল কলেজ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh