ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা: ডিবি

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৫:৩১ পিএম | আপডেট: ১৮ জুন ২০২১, ০৫:৫৮ পিএম

ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়।

উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ত্ব-হা নিখোঁজের ঘটনায় দুটি জিডি হয়েছিল। তার মা ও নিখোঁজ আমিরুদ্দিনের ভাই ফয়সাল জিডি দুটি করেছিলেন। এরপর থেকেই পুলিশ তাদের খোঁজে তদন্ত করছিল। আজ আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ত্ব-হা চারতলা মসজিদের আবু ত্ব-হা তার প্রথম স্ত্রীর বাড়িতে আছেন। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

তিনি বলেন, তারা ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে আবার ফেরতও আসেন। ঘটনার দিন গাবতলী থেকে গাইবান্ধা চলে আসেন। গাইবান্ধার ত্রিমাথায় তার এক বন্ধু সিয়ামের মায়ের বাসায় আত্মগোপনে ছিলেন। তার সফরসঙ্গী আমির উদ্দিনের খোঁজও পেয়েছি। তাকেও ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে তিনি প্রথম স্ত্রীর বাবার বাড়িতে উপস্থিত হন। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেয়া হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh