নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠান, কমিনিউটি সেন্টারে অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৬:৩৬ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করায় শহরের সিলমী কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানান করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করায় শহরের সিলমী কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানান করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে বিভিন্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান চলছে।

এর জেরে শুক্রবার (১৮ জুন) দুপুরে শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্টিভিটি ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে শহরের সিলমী কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা, ভিক্টোরিয়া ফুড জোনকে দুই হাজার টাকা, ফুলি কমিউনিটি সেন্টারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়

এছাড়া অন্য কমিউনিটি সেন্টারগুলোতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সচেতন করা হয়।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh