এবার সিংহের দেহে করোনার ডেল্টা ধরন শনাক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২১, ০২:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের চেন্নাইয়ের চিড়িয়াখানায় কোভিড আক্রান্ত সিংহগুলোর মধ্যে অন্তত চারটির শরীরে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি ডিজিডে’ (এনআইএইচএসএডি) ভাইরাসের জিনগত পরীক্ষায় এই তথ্য মিলেছে। 

দেশটির তামিলনাড়ু রাজ্য সরকার একথা জানিয়েছে।

গত ২৪ ও ২৯ মে দু’দফায় চেন্নাইয়ের ভেন্ডালুরুর অন্না চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার ১১টি সিংহের নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তার মধ্যে নয়টি করোনা সংক্রমিত বলে রিপোর্ট মেলে। এর মধ্যে একটি সিংহী ও একটি সিংহ চলতি মাসের গোড়ায় মারা যায়। 

এনআইএইচএসএডির রিপোর্টে দেখা গেছে, নয়টি সিংহের মধ্যে চারটির দেহে করোনার বি.১.৬১৭.২ বা ডেল্টা ধরনের অস্তিত্ব মিলেছে। 

চেন্নাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা সংক্রমণেই সিংহ দু’টির মৃত্যু হয়েছে কি না তা জানতে বরেলির ‘ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট’ ও হায়দরাবাদের ‘সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি’তে নমুনা পাঠানো হয়েছে। 

মে মাসের শুরুর দিকে প্রথম তেলেঙ্গানার হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানার আট সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছিল। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক ও গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh