ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ১৯

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২১, ০২:৫৫ পিএম

অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটককৃতরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটককৃতরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৯ জুন) সকালে মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারত থেকে কিছু ব্যক্তির বাংলাদেশে প্রবেশের খবরে অভিযান চালায় বিজিবি। এসময় খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে চার পুরুষ, পাঁচজন নারী ও সাত শিশুকে আটক করে। অপরদিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আটক করা হয় তিনজনকে। 

আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। 

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh