মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ০৯:১৪ পিএম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার (২০ জুন) মাহবুব তালুকদারের একান্ত সচিব এনাম উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। শারীরিক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

তিনি আরো জানান, পরে তার করোনা শনাক্ত হয়। এখন তিনি কেবিনে চিকিৎসাধীন। মাহবুব তালুকদার দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh