বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৪:৩৩ পিএম

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।

সোমবার (২১ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত এই সিনিয়র সচিবকে নিয়োগ দেয়া হয়। 

এই কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা বাতিলের শর্তে আগামী ৬ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে বলে আদেশে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকার সময়ে গত ১৫ মে অবসরত্তোর ছুটিতে যান ইউসুফ হারুন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh