লকডাউনে ৭ জেলায় ট্রেন থামবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৭:৫৬ পিএম | আপডেট: ২১ জুন ২০২১, ১০:৪৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে। লকডাউন চলাকালীন সময়ে এসব জেলায় ট্রেন থামবে না।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এ কথা জানান।

তিনি বলেন, এসব জেলার কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না এবং কোনো যাত্রী ট্রেন থেকে নামতেও পারবেন না।

এসব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ থাকবে। পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। ফেরিতে শুধু মালবাহী গাড়ি পারাপার হতে পারবে।

এই সাত জেলায় সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh