অলিম্পিকে দিয়া সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৮:২৩ পিএম

দিয়া সিদ্দিকী।

দিয়া সিদ্দিকী।

রিকার্ভ মহিলা ইভেন্টে অলিম্পিক বাছাইয়ে বাদ পড়েছেন দিয়া সিদ্দিকী। রোমানের মতো নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলতে না পারলেও ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন দিয়া সিদ্দিকী।

বিশ্ব আর্চারি ফেডারেশন স্ব স্ব ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

মালাউ ও ভার্জিন আইসল্যান্ডের একজন করে পুরুষ আর্চার এবং বাংলাদেশ ও চাদের নারী আর্চার এই ওয়াইল্ড কার্ড পেয়েছেন। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল এশিয়ান আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি।

তিনি বলেন, আমাদের আরেকজন আরচ্যার অলিম্পিকে খেলবে এটা খুবই খুশির একটি খবর। সেও নিজেকে কার্ড পাওয়ার জন্য প্রস্তুত করেছে। সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে তার পারফরম্যান্স এর জন্য তাকে বিশ্ব আর্চারি মনোনীত করেছে।

দিয়া সিদ্দিকী ওয়াইল্ড কার্ড পাওয়ায় টোকিও অলিম্পিকসে বাংলাদেশের আরেকটি ইভেন্ট বাড়ল। দিয়া রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট তো খেলবেনই। রোমানের সঙ্গে মিশ্রও খেলবেন টোকিও অলিম্পিকসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh