ত্রিনয়নী দেবী রূপে জয়া, নেটিজেনদের সমালোচনা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৮:৪৭ পিএম

জয়া আহসান।

জয়া আহসান।

এপার বাংলা ও ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। জয়াকে ত্রিনয়নী দেবী রূপে কল্পনা করে ছবি এঁকেছেন ওপার বাংলার রাকা বন্দ‍্যোপাধ‍্যায় নামে তার এক ভক্ত। ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। 

শিল্পীর কথায়, ‘দুই বাংলাই মিশে রয়েছে তার নামে’। জয়াকে সম্মান দিতেই এই ছবি এঁকেছেন তিনি।

ভক্তের আঁকা এই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন জয়া। সঙ্গে লিখেছেন, ‘ভালোবাসা’। আর এতেই চটেছেন নেটজনতার একাংশ। মুসলিম হয়ে এ কাজ করলেন কি করে জয়া? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তারা। আবার একজন তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘জয়া আহসানকে এখন শুধুমাত্র দুর্গা বানিয়ে পূজা করতে বাকি আছে, ভবিষ্যতে তাও হবে মনে হয়। অতীতে বলিউডের অনেক নায়িকাকে দুর্গামূর্তি বানিয়ে পূজা করেছে। এখন আমাদের দেশের সুন্দরী মেয়েদের পেছনে লাগছে।’

আবার কয়েকজনের মনে হয়েছে ছবির সঙ্গে জয়ার মুখের কোনো মিলই নেই। বরং ছবিটা কিছুটা রানু মণ্ডলের মতো লাগছে। তবে নিন্দা, সমালোচনার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন শিল্পী। জয়া নিজে যদিও ট্রোলের বিষয়ে মুখ খোলেননি এখনো।

মূলত বাংলাদেশের অভিনেত্রী হলেও তিনি ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয় জয়া। সাবলীল অভিনয় দিয়ে সবার মন জিতেছেন তিনি। চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় মোস্তফা সরোয়ার ফারুকির প্রথম ছবি ‘ব্যাচেলর’ দিয়ে। আর ভারতে নির্মাতা অরিন্দম শীলের ছবি ‘আবর্ত’-এর মাধ্যমে টলিউডে অভিষেক হয় গুণী এই অভিনেত্রীর।

সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন। এর আগে নিজের প্রযোজিত ‘দেবী’তে অভিনয় করলেও দ্বিতীয় ছবিতে থাকবেন কি-না জানা যায়নি।

এছাড়া মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দু দুটি পুরস্কার জিতে নেয় ভারতীয় পরিচালক অতনু ঘোষের ছবি ‘রবিবার’। অতনু ঘোষের এই ছবিতেই প্রথম বারের জন্য জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় ও জয়া আহসান। এই দুই তুখোড় অভিনেতা অভিনেত্রী যে একসঙ্গে ছবিতে ম্যাজিক দেখাবেন তা নিয়ে কারোর সন্দেহের অবকাশ ছিল না। আর হলও তাই। প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছেন প্রসেনজিৎ জয়ার জুটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh