মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রফতানি করতে আগ্রহী বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৮:৪১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক আমদানির জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। 

ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে গত রবিবার (২০ জুন) বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির সাথে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই অনুরোধ করেন।

ফারুক হাসান বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে। তাই সেখানে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে। বাংলাদেশি পোশাক রফতানিকারকরা এসব পোশাক সরবরাহ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রফতানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।

এসময় বিজিএমইএ সহসভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারি আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন। -বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh