কিউবার করোনার টিকা ৯২ শতাংশ কার্যকর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২১, ০২:৩২ পিএম

কিউবার আবদালা টিকা করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর। ছবি : এএফপি

কিউবার আবদালা টিকা করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর। ছবি : এএফপি

কিউবার আবদালা ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যুর ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি। 

কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেয়ার কাজ শুরু করেছে। 

গতকাল সোমবার (২১ জুন) বায়োকিউবাফার্মা টুইট করে জানিয়েছে, ইতিমধ্যে ব্যবহার শুরু করা দুটি টিকার একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা সংক্রমণ বা রোগের জন্য টিকাটির কার্যকারিতা ৫০ শতাংশ নির্ধারণ করেছে। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। একইসাথে তিনি একে এমন এক অর্জন হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি কিউবার গর্বকে বহুগুণ বাড়িয়ে দেবে। 

এদিকে দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার ও মারা গেছে এক হাজার ১৭০ জন। 

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ১৯৮০ এর দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে টিকা তৈরি করে আসছে। - এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh