সব স্থাবর-অস্থাবর সম্পদ দানের ঘোষণা তোফায়েল আহমেদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৫:১১ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। ফাইল ছবি

সব স্থাবর-অস্থাবর সম্পদ দানের ঘোষণা দিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ। 

২০১৬ সালে প্রতিষ্ঠিত “তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে” এ সম্পদ দান করবেন তিনি। সংস্থাটি মানবসেবা কার্যক্রম পরিচালনা করে। 

গত রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ আর্তমানবতার সেবামূলক কাজ পরিচালিত হবে। 

তিনি আরও বলেন, “আমার মায়ের নামে বাংলাবাজারে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছি। যেখানে বৃদ্ধ-নারীদের মায়ের মতো সেবা দেওয়া হচ্ছে। শুধু ভোলা নয়, এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করা হবে।”

সাবেক এই মন্ত্রী বলেন, ভোলার উপশহর বাংলাবাজারে গড়ে তোলা হয়েছে আজাহার ফাতেমা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে। সেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসাসেবা পাবেন। এ সময় তিনি তার জীবনের সব সম্পদ ফাউন্ডেশনে দান করার ঘোষণা দেন।

২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় তোফায়েল আহমেদ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান তোফায়েল আহমেদ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh